গোয়ালন্দঘাট থানা পুলিশ শুক্রবার চুরি মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি পিকআপ উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নরসিংদী জেলার নরসিংদী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধারা-৩৭৯ পেনাল কোড এর ঘটনার সাথে জড়িত আসামী আনন্দ ঘোষ(১৯), পিতা-সাগর ঘোষ ,সাং-ব্রাহ্মনপাড়া, থানা ও জেলা-নরসিংদীকে মামলার চুরির ঘটনায় ব্যবহৃত একটি পিকাপসহ গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে সিআর নং-১৭৪/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী মো. চাঁদ আলী মন্ডল, পিতা-মোঃ নুর আলী মন্ডল,সাং-উত্তর দৌলতদিয়া নতুন পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী, এবং মোঃ জহিরুল মন্ডল(২৬), পিতা-মোঃ মনোয়ার মন্ডল, সাং-সূর্য্যনগর, থানা ও জেলা -রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। তাদেরকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari