রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসকের সদর উপজেলার আহম্মদ আলী মৃধা কলেজের সামনে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অতুল হালদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার অমূল্য হালদারের ছেলে।
অতুল হালদারের ছেলে মিলন কুমার হালদার জানান, একটি দ্রুতগতির মাইক্রোবাস বাইসাইকেল আরোহী তার বাবাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
পাংশা হাইওয়ে থানার এসআই জুয়েল রানা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari