রাজবাড়ী জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরে তিনি উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভায় উপস্থিত থেকে উপজেলা লিগ্যাল এইড কমিটির দায়িত্ব ও কার্যাবলী সর্ম্পকে উপস্থিত সদস্যবৃন্দের মাঝে ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণকে অবগত করেন। একই সাথে কারা কারা সরকারি এ সেবা পাবেন সে সম্পর্কেও সকলকে অবগত করেন। এ সময় জেলা লিগ্যাল এইড অফিসের প্রচার-প্রচারণা মূলক ছোট লিফলেট, বড় পোস্টার সকলের মাঝে বিতরণ করা হয় ও আইনের বই সরবরাহ করা হয়। এসময় রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari