রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা মিলনায়তন কক্ষে সমবেত হয়ে একটি র্যালী বাজার প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাস্টার,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, তথ্য আপা কামরুন্নাহার, মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, থানার এস আই পল্লব কুমার সরকার, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু , নারী নেত্রী বাসন্তী সান্যাল প্রমুখ। এ সময় ৫ জন সাবলম্বী নারীকে সম্মাননা, উদ্যোক্তাদেও মধ্যে সেলাই মেশিন ও চেক বিতরন করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari