চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধকল্পে কালুখালী থানার বিটসমূহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার কালুখালী থানার বিট সমূহে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্ব সাধারণের উপস্থিতিতে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। সভায় প্রতেকটি বিট এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধকল্পে পুলিশি টহলের পাশাপাশি স্থানীয় লোকজনের সমন্ময়ে গ্রামে-গ্রামে নৈশ্য পাহারা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনে উদ্ভুদ্ধ করা হয়। এছাড়াও উক্ত সভায় বিট পুলিশিং এর মাধ্যমে সেবা গ্রহণ, অপরাধীদের ব্যাপারে অগ্রিম তথ্য প্রদানসহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari