দৌলতদিয়ায় এইডস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
গোয়ালন্দ প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় দিন ব্যাপী এলাকার স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, যৌনকর্মী, পরিবহন শ্রমিক নেতা, এনজিও কর্মী ও সামাজিক নেতাদের অংশগ্রহণে এসটিডি,এইচআইভি এইডস বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টা হতে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটি, ফ্রান্স এর আর্থিক সহযোগিতায় দিনব্যাপী যৌনরোগ বিষয়ে সচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৌরভ কুমার বিশ্বাস। অন্যানেদের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সাবেক লেকচারার ও চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলাম, রাজবাড়ী মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ১৭২৭ এর সাধারণ সম্পাদক, সম্মিলিত নাট্য দলের সভাপতি মো. ইসলাম মোল্লা,মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ মো. শহীদ, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, ফিল্ড অফিসার শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মো. শরীফ হোসাইন, কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক শিহাব উদ্দীন, হারুন-অর- রশীদ প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari