গোয়ালন্দঘাট থানা পুলিশ গোয়ালন্দ ফকীর আব্দুল কাদের টেকনিক্যাল কলেজের বারান্দায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে হত্যার ঘটনার সাথে জড়িত অভিযোগে মো. সাঈদ ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার নছরউদ্দিন সরদার পাড়ার চেনোর উদ্দিন ফকিরের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, এসআই দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গোয়ালন্দঘাট থানাধীন মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকা থেকে সাইদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী সাঈদ ফকিরের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকুটি জুরান মোল্লা পাড়া (কলেজপাড়া) উজ্জল সরদার এর বাড়ীর পাশে ইয়াস ক্যাবল নেটওয়ার্ক লিমিটেড এর মালিকানাধীন ঘাস ক্ষেতের পাশে ঝোপ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত আসামী জানায়, উক্ত মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদা (৭০) এর কাছে থাকা টাকা নেওয়ার সময় বাধা দেওয়ার তাকে হত্যা করে এবং যাওয়ার সময় উদ্ধারকৃত স্থানে চাকুটি ছুড়ে ফেলে দেয়। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari