জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাই ক্যাপ্টেন শেখ কামালের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ক গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নির্ধারিত বিষয় ছিল চেতনায় মুক্তিযুদ্ধ এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিষয় ছিল আমার চোখে শেখ কামাল।
অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari