সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম গতকাল বুধবার সকালে শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বালিয়াকান্দি যোগদানের পর স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিভিন্ন কার্য়ক্রম শুরু করেছেন। তারই অংশ হিসেবে এটি অন্যতম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দীনসহ মেডিকেল অফিসার বৃন্দ। প্রথম দিনে উপজেলা আওয়ামী মৎস্য লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরনকে আল্টাসনোগ্রাম করানো হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari