রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। নিহত কুদ্দুস শেখ সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মজিদ শেখের ছেলে। মঙ্গলবার বিকেল ৩ টার দিক বজ্রপাতের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সাথে থাকা আরো দুই জন আহত হয়।
আহতরা হলেন জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪২) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪০)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বজ্রপাতে আহত নইমদ্দিন সরদার জানান, ৩জনে মিলে বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari