বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হয়েছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এম নজরুল ইসলাম। তিনি পাংশা উপজেলার ১ নং বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের মো. জমির আলী'র ছেলে।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহ-সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এবার 'সহ-সভাপতি' হিসেবে দায়িক্ত পাওয়ায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্রীয় নেতাদের প্রতি। বিগত কমিটিতে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগে উপ- কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এর দায়িক্ত পালন করেছেন সফল ভাবে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান-খান জয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ন্যায় ও নীতির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চান নজরুল ইসলাম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari