সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আপনারা নিশ্চয়ই জানেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) রাজবাড়ী জেলার অতিপরিচিত এবং স্বনামধন্য স্বেচ্ছাসেবী বেসরকারী সংগঠন। ১৯৮৫ সাল থেকে সংগঠনটি রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া ও আদিবাসী শিশুদের শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন. শিশু সুরক্ষা, অবহেলিত শিশু পুনর্বাসন ও অধিকার প্রতিষ্ঠা, নারী কর্মসংস্থান সৃষ্টি, প্রতিবন্ধী পুনর্বাসনসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। উল্লেখ্য যে, কে বা কাহারা স্বনামধন্য এই প্রতিষ্ঠান (কেকেএস) এর নাম ভাঙিয়ে মোবাইল ফোন এর মাধ্যমে ত্রান বিতরণ সংক্রান্ত প্রপাগান্ডা ছড়িয়ে প্রলোভনমূলক প্রচারণা করছে। ঘৃন্য এই বিষয়টি কেকেএস কর্তৃপক্ষের নজরে এসেছে। কেকেএস তাঁর সুনাম ও আভিজাত্য অটুট রাখতে প্রথমত এই প্রতারকচক্রের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। দ্বিতীয়ত সকল মহলকে এই বলে সতর্ক করছে যে, ‘কেকেএস’ তার বাস্তবায়নাধীন সকল কর্মসূচি স্থানীয় প্রশাসনের সাথে সমন্নয় রেখে সুনির্দিষ্ট পদ্ধতি মোতাবেক বাস্তবায়ন করে থাকে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের দাপ্তরিকভাবে অবগতি করে সকল কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
সুতরাং ‘কেকেএস’ এর বাস্তবায়িত কর্মসূচিকে বিতর্কিত বা সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে মহল বিশেষের ঘৃন্য চেষ্টা কোনভাবেই সফল হবে না। এ জন্য সর্বসাধারণ এবং বিশেষ করে সকল সচেতন মহলকে দুস্কৃতিকারীদের সম্পর্কে সজাগ হয়ে ‘কেকেএস’ কে সহযোগিতা প্রদানের অনুরোধ জানাচ্ছি। ‘কেকেএস’ বিশ্বাস করে সততা এবং স্বচ্ছতা সেবার পথকে সুগম করে। সকল কর্মের প্রেরণা হোক সকলের সততা।
ধন্যবাদান্তে,
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
নির্বাহী পরিচালক
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)
রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari