সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা স্বেচ্চঅসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমগীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বলেছিলেন লোডশেডিংকে জাদুঘরে পাঠাবেন। এখন লোডশেডিংয়ের জ্বালায় মানুষ অতিষ্ঠ। জ্বালানী খাতে চরমভাবে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। এই সরকারকে বিদায় করে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। এজন্য দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari