রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান হিমু, ক্ষেত্র সহকারী (ইলিশপ্রকল্প) প্রিয়া রানী দাস প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, কালুখালী উপজেলা মৎস্য চাষ ও আহরনের উপযোগী ক্ষেত্র। সমাপনী অনুষ্ঠানে তিনি সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের মূল্যায়ন তুলে ধরেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari