গোয়ালন্দে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ছালাম উদ্দিন সরদারকে ১৭ বছর পর গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ছালাম উদ্দিন সরদার ওই এলাকার মৃত হাকিম উদ্দিন সরদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, ২৬ জুলাই মঙ্গলবার ভোরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। ২০০৬ সালে রাজবাড়ী জেলা ও যুগ্ম দায়রা জজ পারিবারিক আদালতের নাবালক শিশু অধিকার ও তার খোর পোষ আইনের মামলায় আদালতের বিচারক ছালাম উদ্দিন সরদার কে তিন মাসের কারাদন্ড দেন। মামলার রায়ের আগে থেকেই আসামি মো. ছালাম উদ্দিন সরদার পলাতক ছিলেন।
মামলার বাদী নাবালিকা সাদিয়া আক্তারের মা হাফিজ সুলতানা বলেন, ২০০১ সালে সৌদি প্রবাসী মো. ছালাম উদ্দিন সরদারের সাথে তার বিবাহ হয়। একটি কন্যা হওয়ার পর ২০০৬ সালে তিনি আমাকে তালাক দেন।
আমি নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করি। পারিবারিক আদালতে নাবালক শিশু কন্যা সন্তানের খোর পোষ না করার কারণে আদালতে তাকে ৩ মাসের সাজা প্রদান করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari