রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস রুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার।
অন্যদের মাঝে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম স¤্রাট, সহকারী শিক্ষক মজমল হোসেন, অভিভাবক যুব উন্নয়ন কর্মকর্তা গৌতম চন্দ্র দে, সাংবাদিক সৌমিত্র শীল প্রমুখ।
বক্তারা বলেন, স্মার্টফোন শিক্ষার্থীদের মেধাহীন করে দিচ্ছে। খারাপ বিষয়ে আকৃষ্ট করছে। একারণে স্মার্টফোন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে। শিক্ষকদের যেমন ছাত্রদের মানুষ করার দায়িত্ব। তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। শিক্ষক-অভিভাবক সম্মিলিতভাবে যদি তাদের দায়িত্ব পালন করে তাহলে প্রতিটি ছাত্র মানুষের মত মানুষ হয়ে উঠবে। ছাত্ররা ক্লাস শেষে কোথায় যায় কী করে এর খোঁজও রাখার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari