বুধবার দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে এক কারেন্ট জাল ব্যাবসায়ির দোকান থেকে আড়াই হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল উপজেলা গেটের সামনে ধংস করা হয়েছে। ঐ ব্যবসায়ির নাম আব্দুর রাজ্জাক। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari