রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিল শেডে ও পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), শাহনেওয়াজ রাজু বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাঈন উদ্দিন চৌধুরী, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল), সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরআই, পুলিশ লাইন্স, রাজবাড়ী ও জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
উপস্থিত সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে পুলিশ সুপার রাজবাড়ী জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমাধানের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন। আয়োজিত মাসিক কল্যান সভায় পুলিশ সুপার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার রাজবাড়ী জেলা পুলিশ আয়োজিত আইন-শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।
কৃচ্ছতা সাধনের নীতি অনুসরণে জেলা সদরের বাইরের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ভার্চুয়ালী যুক্ত হন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari