গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন দীর্ঘ ১৮ বছর পর সোমবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মো. ছিদ্দিক মিয়া সভাপতি ও মো. খোকন শেখ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৯৯ জন। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী মো. ছিদ্দিক মিয়া ১১১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোশারফ আহমেদ পান ৭৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. খোকন শেখ ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মাহবুবুর রাব্বানী পেয়েছেন ৮৭৬ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল হাসান (জিয়া বাবু), মো. জিয়াউল হক (বাবলু), মো. মোবারক আলী বেপারী। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম (শহিদ), ভরত চন্দ্র মন্ডল। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আনিছুর রহমান (ইউনুছ), দপ্তর সম্পাদক পদে আব্দুল হালিম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সাইফুর রহমান (পারভেজ), প্রচার সম্পাদক পদে মো. শাহিন শেখ, ধর্মীয় সম্পাদক পদে মো. আব্দুল আলীম নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, শেখ মোহাম্মদ হানিফ, মো. জাহিদ সরদার, কাশেম সরদার, মো. পলাশ মৃধা, মেহেদী হাসান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari