রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে খান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে তুলার মিল হতে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
বহরপুর বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী খান জানান, দুপুর ১টার দিকে আবুল বাশারের তুলার কারখানা আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলো ওমর আলীর ইলেক্ট্্রনিক্স দোকান, সুদেব সরকারের জাল দড়ি সূতার দোকান,আব্দুল কুদ্দুসের ভাংড়ির দোকান, ফয়সালের অটোপার্সের দোকান, আবু রাসেলের ডেকোরেটরের দোকান, শফিকুল কসমেটিক্সের দোকান। সব মিলে ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা। খান সুপার মার্কেটের মালিক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
বালিয়াকান্দি ফায়ার ষ্টেশনের ইনচার্জ শরাফত আলী জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari