রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকতা মো. নিজাম উদ্দিন আহমেদ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি গণেশ পাল, আসজাদ হোসেন আজু, সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি শামীম শেখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সভায় মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari