ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার চোরাই ব্যাটারীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার দুলদী জয়পুর এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে সেহেল (৩৮), খানখানাপুর সরদার পাড়া এলাকার মৃত আলম শেখের ছেলে সমির শেখ (৩৫), নিমতলা এলাকার মৃত গোলাপ আলী শেখের ছেলে রিয়ন শেখ (৪০)। অপর এক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে ১২ ভোল্টের একটি চোরাই ব্যাটারীসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেলের বিরুদ্ধে পূর্বের ৫টি মামলা, সমিরের বিরুদ্ধে ২টি মামলা ও রিয়নের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
এদিকে গোয়ালন্দঘাট থানার পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর নং-১১৬/২০ এবং জিআর নং-৩৭৮/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আশিক মোল্লাকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার বিজয়বাবু পাড়ার কেসমত মোল্লার ছেলে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari