মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টর কমান্ডার ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কর্ণেল তাহেরের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের জেলা সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, ওয়ার্কার্স পার্টি নেতা মওলা বক্স, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল গুহ প্রমুখ।
বক্তারা কর্ণেল তাহেরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari