নিখোঁজের ৪দিন পর ভ্যান চালকের খন্ডিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ভ্যান চালকের নাম আকাশ খান(১৩)। তার বাড়ি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে। সে রাশেদ খানের ছেলে। এঘটনায় একই ইউনিয়নের পূর্বমৌকুড়ি গ্রামের টিটু বিশ্বাসের ছেলে আমিনূর বিশ্বাস(২২)কে আটক করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খোন্দকার আসাদুজ্জামান রিপন জানান, পারিবারিক অসচ্ছলতা দূর করতে ব্যাটারী চালিত অটো ভ্যান ক্রয় করে রাশেদ খান। উক্ত ভ্যান দিয়ে পিতা ও পুত্র দুজনেই আয় করে । উক্ত ভ্যানের প্রতি নজর পরে পাশ্ববর্তী গ্রামের আমিনূর বিশ্বাসের। ১৬ জুলাই সকালে আকাশ ভ্যান নিয়ে রাস্তায় বের হলে আমিনূর তার ভ্যানে ্একক যাত্রী হিসেবে জঙগল ইউনিয়নের পারুলিয়া মধ্য মাঠে নিয়ে তাকে হত্যা করে। ১৬ জুলাই ছেলের সন্ধান না পেয়ে তার পিতা বালিয়াকান্দি থানায় একটি সাধারন ডায়েরী করেন। তদন্ত শুরু করলে আমিনূরের নাম উঠে আসে। ২০ জুলাই আমিনূরের জিজ্ঞাবাদে স্বীকারোক্তি অনুযায়ী রাতে পারুলিয়া মাঠের মধ্য হতে আংশিক দেহ দেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari