রাজবাড়ী শহরের বিসিক এলাকায় অবস্থিত দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে মক্তব শ্রেণির ছাত্র নাজমুল হাসান (১১) দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মিল্টন মিজির ছেলে। এঘটনায় বুধবার রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নাজমুলের বাবা মিল্টন মিজি জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা থেকে ফোন করে তার ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার ছেলেকে পাননি। এর আগে তার ছেলে নাজমুল তাকে জানিয়েছিল; মাদ্রাসায় তাকে নির্যাতন করা হয়। সে আর মাদ্রাসায় পড়বে না। অনেক বুঝিয়ে তাকে মাদ্রাসায় পাঠানো হয়েছিল।
মাদ্রসার প্রধান রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সে নিখোঁজ হয়। সাড়ে ৮টার দিকে সকালের নাস্তার জন্য সবাইকে ডাকলে তার অনুপস্থিতির বিষয়টি টের পান। বেলা ১১টার দিকে নাজমুলের অভিভাবকদের বিষয়টি অবগত করা হয়। রাজবাড়ীর প্রায় সব মাদ্রাসায় নাজমুলকে খুঁজেছেন। কিন্তু কোথাও সে নেই। নাজমুলকে নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, এব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari