রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে আবারও ধরা পড়লো ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।
মাছটিকে বিক্রির জন্য স্থানীয় দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের আড়তে নিয়ে আসলে মাছটিকে একনজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কিছুটা কমতে থাকার কারণে এখন বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। এতে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে।
সোমবার সকালে জয়নাল হলদারের জালে ধরা পরা প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি কিনেছেন।
তিনি আরও জানান, মাছটিকে আপাতত ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা চলছে। একটু বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari