রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে নবাবপুর ইউনিয়নের বাউনী গ্রামের মিঠুন ঘোষের স্ত্রী চুমকী ঘোষ (২০) নিজঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। থানার এস আই খোন্দকার আসাদুজ্জামান রিপন পারিবারিক কলহের কারনে আত্মহত্যা করেছে বলে বিষয়টি নিশ্চত করে।
অপরদিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের ইউসূপ মন্ডলের স্ত্রী হেনা বেগম (৪০) বিষপানে আত্মহত্যা করেছে। থানার এস আই মোঃ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বিষ পান করলে প্রথমে বালিয়াকান্দি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে উন্নত চিকিঃসার জণ্য ফরিদপুর মেডিকেল হাস পাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু ঘটে। সে এক ছেলে দুই মেয়ের জননী ছিল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari