কালুখালী উপজেলার এক প্রবাসীর স্ত্রী নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ৩ সন্তানের জনক।
কালুখালীর মৃগীবাজার থেকে এ ঘটনা ঘটেছে বলে দাবী পরিবারের লোকজনের। ওই গৃহবধূর নাম রাজিয়া বেগম(৪০)। সে কালুখালীর মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, গত ৪ জুলাই কালুখালীর মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের ছলেমান মোল্যা গৃহবধু রাজিয়া বেগমকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, গত নভেম্বর মাসে ছলেমান ওই গৃহবধুকে নিয়ে পালিয়ে যায়। মার্চ মাসে মেয়েটি উদ্ধার হয়। উভয় পরিবারকে বুঝিয়ে স্থানীয়রা রাজিয়াকে স্বামীর ঘরে তুলে দেই। এরই মাঝে আবারও পালিয়ে গেল।
গৃহবধুর স্বামী নুরুল ইসলাম জানায়, এবার পালিয়ে যাবার সময় রাজিয়া ৮ লক্ষ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে গেছে। সাথে আমার ২ নাবালক সন্তান নিয়ে গেছে। তিনি জানান, ছলেমান নানা অপকর্মে জড়িত। এলাকায় তার নামে ৫ টি মামলা রয়েছে তিনি এ ঘটনার সুবিচার দাবী করেন।
ছলেমান মোল্যার বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে প্রবাসী নুরুল ইসলামের ভাই আব্দুল আলীম কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari