বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রায় দুই বছর ঈদ অনেকটা ঘরে অবস্থান করেই উদযাপন করতে হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠে আবারো পূর্বের ন্যায় ঈদ উদযাপনে সুযোগ পাচ্ছি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, তিনি সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেন এবং দেশবাসীকে ভ্যাকসিন গ্রহণে সুযোগ করে দিয়ে দেশবাসিকে সুরক্ষিত রেখেছেন।
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়, সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা । সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদ উল আযহার শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। ঈদ উল আযহার মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
পবিত্র ঈদ উল আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ঈদ উল আযহার ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ হই।
সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবি হোক।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
প্রশাসক
রাজবাড়ী জেলা পরিষদ
রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari