রাজবাড়ীতে এক বিধবা নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড হয়। মামলায় আসামি করা হয়েছে আল আমিন নামে এক যুবককে। তার বাড়ি কালুখালী উপজেলার হেমায়েতখালী গ্রামে।
মামলায় অভিযোগ করা হয়েছে, কিছুদিন আগে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে অবস্থান করছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি দুবাই যাবার চেষ্টা করেন। যেকারণে গত ১৮ জুন দুবাই প্রবাসী মোঃ জামাল বিশ্বাসের রাজবাড়ী শহরের কাজিকান্দার ভাড়া বাসায় যান। ওই বাড়ীতে আল আমিন নামে ওই যুবকও এসেছিল। রাতে জামাল বিশ্বাসের স্ত্রীর সাথে দুবাই যাওয়া সংক্রান্ত কথা বলে পাশের একটি রুমে তিনি ও তার বোন ঘুমিয়ে পড়েন। আরেকটি রুমে ছিল আল আমিন। রাত ২টার দিকে তার বোন বাথরুমে যায়। এ সুযোগে আল আমিন তার কাছে এসে ঘুমন্ত অবস্থায় অতর্কিত ভাবে তাকে ধর্ষণ করে। তিনি চিৎকার দিলে তার বোন এবং জামাল বিশ্বাসের স্ত্রী হাচিনা খাতুনসহ স্থানীয়রা এগিয়ে আসে। ওই সুযোগে আল আমিন পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে আল আমিনকে আসামি করে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ২০ জুন একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই আবু তালেব জানান, আদালতের নির্দেশনার আলোকে ওই মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari