রাজবাড়ীর লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল পাঁচটায় লক্ষীকোল হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ রথের দড়ি টেনে বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দির মাসি বাড়িতে এনে শেষ করে।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল আরতী, মাদল নৃত্য, গঙ্গা পূজা ও গঙ্গা বরণ, শতছিদ্র কলস জলে মহাস্নান , শ্রীমদ্ভাগবদ পাঠ, আনন্দ কীর্তন ও প্রসাদ বিতরণ।
আগামী ৯জুলাই মাসিবাড়ি হতে উল্টো রথযাত্রায় লক্ষীকোল হরিসভা মন্দির প্রাঙ্গনে ফিরে যাবেন জগন্নাথ দেব।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari