রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের আজিম মোল্লা বাদল (১৫) হত্যার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
আদালতে তাদের স্বীকারোক্তি জবানবন্দী অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সবুর শেখ (২২), স্বাধীন মন্ডল(১৬), তোজাই মোল্লা(১৬),আশিক(২৬), কাওছার সর্দার।
আসামীদের স্বীকারোক্তি মতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রাজিবুল ইসলাম জানান, বন্ধুদের সাথে চলাকালীন সময়ে মাদক সেবন, বিক্রি ও মহিলাদের সাথে ইভটিজিং এ বাদল ছিল পেরোয়া। তাদের সকলের ক্ষোভের জায়গা থেকে বাদলকে হত্যা করেছে।
উল্লেখ্য, ২৫ জুন রাতে বাদলকে বাড়ীর পাশ্ববর্তী কানার বিলে পাটক্ষেতে ডেকে নিয়ে হত্যা করে সহপাঠিরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari