ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ব্রাক্ষণবাড়ীয়া জেলার ইসলামপুর গ্রামের কালু মিয়ার ছেলে জাকির (২৭) ও তার সহযোগি একই জেলার মজলিশপুর গ্রামের মৃত জামির হোসেনের ছেলে ইদ্রিস মিয়া (৫৫)। গত সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ১৯ জুন বাদীর ফুপাতো ভাই লিটন খা ওরফে মিটুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় এনে রাখে। পরদিন সকাল ১০ টার দিকে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে থানার ডিউটি অফিসারকে ফোন দিয়ে আসামি লিটন খা ওরফে মিটুলের পরিবারের সদস্যদের চায়। ওই সময় ডিউটি অফিসার মিটুলের স্বজনদের কাছে ফোন দেয়। তখন ওই ব্যক্তি স্বজনদের কাছে বলে ‘আসামি মিটুলকে ছেড়ে দেয়া হবে। এজন্য ২৫ হাজার টাকা দিতে হবে। টাকা পাঠানোর জন্য দুটি বিকাশ নম্বর দেয় কলার।
মিটুলের স্বজনরা দুটি বিকাশ নম্বর থেকে ২৫ হাজার টাকা ওই ডিবি ওসির দেয়া বিকাশ নাম্বরে পাঠায়।
পরবর্তীতে আসামি মিটুলকে আদালতে পাঠানো হলে স্বজনরা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। যে কারণে তিনি রাজবাড়ী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার এসআই নুরুল ইসলাম জানান, ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলা এলাকা থেকে কথিত ডিবি ওসি জাকিরকে এবং ঢাকার সোহওরার্দী এলাকা থেকে জাকিরের সহযোগি ইদ্রিসকে গ্রেপ্তার করে আদালতে পাঠনো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari