রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের আজিম মোল্লা বাদল (১৫) হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী। ২৮ জুন বিকেলে নিজ গ্রামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, সংরক্ষিত সদস্য আসমা বেগম, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান চাঁদ, বেরুলী বাজারের ব্যবসায়ি মো. আলীনূর প্রমুখ।
উল্লেখ্য ২৫ জুন রাতে বাদলকে বাড়ীর পাশ্ববতী কানার বিলে পাটক্ষেতে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত ৪ জনের গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সবুর শেখ (২২), স্বাধীন মন্ডল(১৬), তোজাই মোল্লা(১৬),আশিক(২৬)। এরা সকলেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবেনা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari