রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় পারনারায়ণপুর কুন্ডুপাড়ায় রব্বানী সরদারের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রব্বানী সরদারের শিশুপুত্র সৌরভ সরদার, ভাই আজাদ সরদার, ভাইয়ের শ্বশুর আজগর আলী এবং গ্যাস সিলিন্ডার মেরামতকারী রিংকু। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়ির গ্যাস সিলিন্ডারটির পাইপ ছিদ্র হয়ে গিয়েছিল। যেকারণে গ্যাস পুরো কক্ষে ছড়িয়ে যায়। সিলিন্ডারটি মেরামত করার জন্য মিস্ত্রী রিংকুকে আনা হয়। সে মেরামত করার পর চুলা জ্বালাতেই নিজস্ব প্রতিবেদক সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা চারজনই দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত সবিতা রানী জানান, আগুনে চারজনের শরীরের বেশ অংশ পুড়ে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari