র্যালি ও অলোচনা সভার মধ্যে দিয়ে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানা ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, সাংবাদিক শামিম হোসেন, সংবাদিক সৈকত শতদল প্রমুখ।
বক্তাগণ মাদক দ্রব্যের অপব্যাবহার রোধ ও যুব সমাজকে রক্ষার জন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অহবান জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari