রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে রোববার সকালে বাদল মোল্লা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে। স্থানীয় হিজলি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।
বালিয়াকান্দি থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাদল মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করতো। শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে বাড়ির অনতিদূরে পাট ক্ষেতে স্থানীয় এক কিশোর বাদলের লাশ দেখে চিৎকার দেয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari