রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তথ্য আপার সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। ইউএনও তাঁদের সুখ দুঃখ, সমস্যা এবং সম্ভাবনা জানার চেষ্টায় মতবিনিময় করেন।
তথ্য আপা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের একটি প্রকল্প। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।)
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari