আজ ২৫ জুন শনিবার। উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর। দিনটিকে রাঙিয়ে তুলতে এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনও আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানের।
সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে উপস্থিতি ও সমাবেশ। সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত সেতু উদ্বোধন অনুষ্ঠান এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন। মূল অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে বেলুন ও পায়রা উড্ডয়ন। রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯টায় বর্ণিল আতশবাজি।
অনুষ্ঠান সফল করতে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানকে আহ্বায়ক করে একটি উপ কমিটির গঠন করা হয়। এ কমিটির উপদেষ্টা হলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari