রাজবাড়ীতে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়মী লীগ কার্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ী জেলা আওয়মী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন সহ সভাপতি কাজী কেরামত আলী এমপি, সহ সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপু প্রমুখ।
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari