রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র কাজী ওয়াসিফ হাসান অর্ণর প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম। অর্ণ সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।
সংগঠনটির উদ্যোগে ভবানীপুর কবরস্থানে অর্ণর কবর জিয়ারত করা হয়। বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অর্ণ স্মরণে বৃক্ষরোপণ করা হয়।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। স্মরণসভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সৌরভ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলয় সাহা।
২০২১ সালের ২২ জুন সকালে কাজী ওয়াসিফ হাসান অর্ণ পানি উন্নয়ন বোর্ডের পুকুরে ডুবে প্রাণ হারায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari