রাজবাড়ীতে উজান থেকে নেমে আসা পাহারি ঢল ও অতি বৃষ্টিতে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসল কাটতে পারছেন না কৃষকেরা। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।
গত ২৪ ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ২৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার ৮.২২ সে.মি বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিপদসীমার কাছে চলে আসবে পদ্মার পানি প্রবাহ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari