রাজবাড়ী সদর উপজেলার গুদারবাজার এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। রোববার সকালে দৌলতদিয়ার যদু ফকিরপাড়ার জেলে মোনতাজ হালদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া বাজারের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ও লাল চাঁদ খান ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় মাছটি কেনেন।
প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতে জেলে মোনতাজ শেখ জাল নিয়ে মাছ শিকারে বের হন। উপজেলার গুদারবাজার এলাকায় পদ্মা নদীতে অবস্থান নেন তাঁরা। সারা রাত নদীতে কয়েক দফা জাল ফেলে তেমন ভালো কোনো মাছ ধরতে পারেননি। শেষে সকাল ছয়টার দিকে জাল ফেলে টেনে তোলার সময় জালের ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতে দেখতে পান বড় একটি পাঙাশ মাছ।
মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ফেরিঘাট বাজারে নিয়ে আসেন। সেখানে স্থানীয় আবদুল হালিম সরদারের আড়তে মাছটি তোলা হয়। তাঁরা মাছটি ওজন করে দেখেন ২২ কেজি ৫০০ গ্রাম। এ সময় ডাকে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ও লাল চাঁদ খান ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৯ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে মোনতাজ হালদার বলেন, অনেক দিন পর পদ্মা নদীতে এত বড় পাঙাশের দেখা মিলল। বলা চলে এই বছর এই প্রথম। সারা রাত নদীতে জাল ফেলে কোনো মাছ না পেয়ে হতাশ হয়েছিলেন। ভোরের দিকে জালে এমন একটি মাছ পড়েছে, সব কষ্ট এক মাছে দূর হয়েছে।
মাছ ব্যবসায়ী মাসুদ মোল্ল ও লাল চাঁদ খান বলেন, মৌসুমের সবচেয়ে বড় পাঙাশ এটি। মাছটি পেয়ে জেলেদের সঙ্গে তাঁরাও অনেক খুশি হয়েছেন। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজার ২৫০ টাকায় কিনে বর্তমানে ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, বর্ষা মৌসুমে নদী ভরাট হয়ে গেলে খাবারের জন্য বড় বড় মাছ মাঝ নদীতে চলে আসে। খাদ্যের খোঁজে বড় মাছগুলো সাধারণত উজানে ছুটতে থাকে।
তখন জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। সাড়ে ২২ কেজির পাঙাশ মাছ ধরা পড়া অনেক বড় সুখবর। বর্ষায় আরও ভালো মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari