সূর্যনগর দ্বিমুখী উচ্চ-বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সূর্য্যনগর দ্বিমুখী উচ্চবিদ্যালের ম্যানেজিং কমিটি,শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সহযোগীতায় অত্র স্কুল মাঠ প্রাঙ্গনে এ বিদায় ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সূর্য্যনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজম আলী মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম মিয়া, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুস সালাম বিশ্বাস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন সূর্যনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস।
১৫৫ জন এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ১৬৬ জন নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা জনানো হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে টাউন মক্তব ও সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যুতে তার শ্রদ্ধায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari