গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ভাবীর উপর অভিমান করে নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ফাঁস দিয়ে লাখি আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মৃত লাখি আক্তার (১৬) উপজেলার উজানচর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা নজির সরদারের মেয়ে।
জানা যায়, লাখির মা এক সপ্তাহ আগে তার মেজো মেয়ের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন লাখি ও তার ভাবী দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বসত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকালে একজন প্রতিবেশী বাড়িতে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে লাখিকে আড়ার সাথে ঝুলতে দেখে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এব্যাপারে ইউডি মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari