রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধীমারা বাজারে রাজবাড়ী জেলা পরিষদ থেকে এক বছরের জন্য জমি লীজ নিয়ে মার্কেট নির্মাণ করছেন নাছিরুল ইসলাম বাবু নামে এক প্রবাসী। মার্কেটটি নির্মাণ হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন কথা জানিয়ে ইতিপূর্বে স্থানীয়রা রাজবাড়ীর জেলা প্রশাসক ও কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্মাণ কাজ কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। নাছিরুল ইসলাম বাবু কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বৃগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি সৌদিআরব প্রবাসী।
জানা গেছে, ২০২৪ সালে নাছিরুল ইসলাম বাবু রাজবাড়ী জেলা পরিষদ থেকে ১২০ ফুট লম্বা জমি একসনা বন্দোবস্ত নেন। চলতি বছরের মে মাসে সেখানে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। তিনি সৌদি আরব থাকায় নির্মাণ কাজ তত্ত্বাবধান করছেন তার বড় ভাই আব্দুল গফুর। গত ২২ মে তারিখে স্থানীয়রা মার্র্কেট নির্মাণে আপত্তি জানিয়ে জেলা প্রশাসক ও কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জেলা পরিষদের জায়গায় খাল দিয়ে আশেপাশের পাঁচটি গ্রামের ফসলের মাঠে পানি নিষ্কাশন হয়ে থাকে। নাছিরুল ইসলাম বাবু জেলা পরিষদ থেকে জমি লীজ নিয়ে মার্কেট নির্মাণ করছেন। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং ক্ষেতের ফসলের ক্ষতি হবে। এরপর জেলা প্রশাসন সেখানে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। দীর্ঘ দিন বন্ধ থাকার পর গত ১০ সেপ্টেম্বর তারিখে আবার শুরু হয় নির্মাণ কাজ।
শনিবার সেখানে গিয়ে দেখা গেছে, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড সংলগ্ন গান্ধীমারা বাজার। বাসস্ট্যান্ড থেকে আনুমানিক একশ গজ দূরে মদাপুর সড়কের পাশেই নির্মাণ করা হচ্ছে মার্কেট। ইটের গাঁথুনি দিয়ে চারদিকে দেয়াল ও বেশ কয়েকটি কক্ষ করা হয়েছে। শুক্রবারও কাজ হয়েছে। তবে, শনিবার কাজ বন্ধ ছিল। এসময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, নাছিরুল ইসলাম খুবই প্রভাবশালী ব্যক্তি। মে মাসে কাজ শুরু হওয়ার পর ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন ধরে আবার শুরু হয়েছে।
গান্ধীমারা বাজার ব্যবসায়ীর সমিতির সভাপতি ফজলুর রহমান জানান, এখানে মার্কেট নির্মাণ হয়ে গেলে পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এতে কৃষক খুবই ক্ষতিগ্রস্ত হবে।
রাজবাড়ী জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান জানান, জেলা পরিষদ সাধারণত এক বছরের জমি বন্দোবস্ত দিয়ে থাকে। পাকা ঘর নির্মাণ করা লীজের শর্তে নেই। গান্ধীমারা বাজারে নাছিরুল ইসলামকে বাণিজ্যিক লীজ দেওয়া হয়েছিল। তিনি পাকা ঘর নির্মাণ করছেন জানার পর তাকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সুলতানা আক্তার জানান, অভিযোগ পাওয়ার পর সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। আবার কাজ শুরুর বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে নাছিরুল ইসলাম বাবুর বড় ভাই আব্দুল গফুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে মার্কেট নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি তত্ত্বাবধানে নেই বলে জানান। তাহলে কে তত্ত্বাবধান করছে বলার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari