রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং দৌলতদিয়া মডেল হাই স্কুলের সরকারি শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মাহবুব হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আতিয়ার রহমান নির্বাচিত হন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. মাহবুব আলম শাহিন, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে আলোচনা পর্ব শেষে শিক্ষকদের কন্ঠ ভোটে নেতা নির্বাচন করা হয় এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন জেলা নেতৃবৃন্দ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari