রাজবাড়ী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভায় উঠে আসে সম্প্রতি ঘটে যাওয়া গোয়ালন্দে নুরাল পাগলের মাজারে হামলা ভাংচুরের ঘটনা। এছাড়া সভায় জেলার মাদক প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, স্বাস্থ্যসেবাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ে বিস্তর আলোচনা করা হয়।
গেয়ালন্দের নুরাল পাগলের মাজারে হামলা প্রসঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঘটনা যখন আমাদের কাছে আসে। আমরা কোনো দেরি করিনি। ২৪ আগস্ট তারিখ রাতে আমার কাছে বিষয়টা এল। ২৫ আগস্টেই দুই পক্ষকেই সমঝোতার জন্য ডাকা হয়েছিল। সাধারণতঃ উপজেলায় কোনো ঘটনা হলে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়। উপজেলা প্রশাসন ব্যর্থ হলে জেলা প্রশাসন নেয়। এক্ষেত্রে আমরা তাদের ডেকেছি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিলনা। যে সময়টা তাদের দেওয়া হয়েছিল সেটা আন্দোলনকারীরা দিয়েছে। বিতর্কিত যে বিষয়গুলো ছিল তার সবই সমাধান হয়েছিল। সমাবেশের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীদের কাছে সমাবেশ কেন করা হচ্ছে জানতে চাইলে তারা কিছুই হবেনা বলে তারা আশ^স্ত করেছিল। কিন্তু তারপর যা হলো সেটা সবাই দেখেছেন।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন প্রমুখ। এসময় রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari