কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক ৩১দফা সংস্কারের দাবি নিয়ে পথসভা করেছেন। শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ওয়াপদা মোড়, বালিয়াকান্দি উপজেলার ঢোলজানি বাজার, সমাধীনগর বাজার, জঙ্গল বাজার, নারুয়া বাজার, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে তিনি পথসভা করেন। বালিয়াকান্দি উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
পথসভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আগামীতে আপনাদের সাথে নিয়ে রাজবাড়ী-২ আসনের উন্নয়নমূলক কাজ করতে চাই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari