রাজবাড়ী পাংশার মৌরাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব কালুখালী উপজেলার ঘাটরা এলাকার মৃত তোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে।
জানা যায়, নিহত রজব মোটর সাইকেল চালিয়ে পাংশা অভিমুখে আসছিল। বাগদুলী বাজার পার হলে একই দিক থেকে থেকে আসা বালুবাহী ট্রাকটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানা সূত্রে জানা যায়, জনগণ ট্রাকের ড্রাইভার পাংশা কুড়িপাড়া গ্রামের সবুজ ইসলাম (২৩) এবং হেলপার পাংশা হাজড়াপাড়া গ্রামের হারুন শেখ (৩৪) কে আটক করে।
পাংশা থানার এসআই শরিফুল ঘটনাস্থল থেকে ড্রাইভার-হেলপার সহ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এসেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari